শুভ্রাংশু রায়ের তিনি মুকুল রায়ের ছেলে। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরেও বেশ কিছুদিন তৃণমূলেই ছিলেন শুভ্রাংশু। আজ রাতে হঠাত্ই ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নিজের পোস্টে শুভ্রাংশু লেখেন,”জনগনের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন”। এর পরেই গুঞ্জন শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস শিবিরে। নাম না করে কি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করলেন তিনি? নাকি সার্বিকভাবে গোটা বিজেপি শিবিরকেই বিঁধলেন শুভ্রাংশু? সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে বীজপুর থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে হেরে যান তিনি। তারপর থেকে গত বেশ কয়েক দিন চুপচাপ ছিলেন শুভ্রাংশু। বিজেপি পার্টি অফিস অথবা উত্তর ২৪ পরগণার কোনও রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে। সম্প্রতি মুকুল রায় এবং মুকুল পত্নী কৃষ্ণা রায় একইসঙ্গে করোনা আক্রান্ত হন। আপাতত মুকুল সুস্থ হলেও একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন কৃষ্ণা। এই পরিস্থিতিতে হঠাত্ কেন এমন পোস্ট করলেন শুভ্রাংশু? তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, “রাজ্য বিজেপির কিছু নেতারা ওপর ক্ষুব্ধ শুভ্রাংশু। দলের কাজ করতে চাইলেও তাঁকে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। তাই দল কে একটু চাপে রাখতে চাইছেন তিনি” । তবে মুখ্যসচিব প্রশ্নে গতকাল রাত থেকে কেন্দ্র-রাজ্য যে বিরোধ চলছে, এদিন বিকেলে তা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। সেখানে দলের লাইন মেনে যথেচ্ছ আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই রাতে শুভ্রাংশুর এই ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা ছড়িয়েছে। এই পোষ্টের মাধ্যমে শুভ্রাংশু কি তাঁর পুরনো দল তৃণমূলে ফিরে আসার বার্তা দিতে চাইছেন? আপাতত এ নিয়েই চলছে জল্পনা।