রাজ্যের সম্পূর্ণ লকডাউনের দিনগুলোয় বন্ধ থাকবে ট্রেন ও বিমান পরিষেবা। এ বিষয়ে নবান্নের আবেদন মেনে তা মঞ্জুর করেছে কেন্দ্র। যার ফলে আগস্টের ৭ দিন, যে দিনগুলোতে রাজ্যে সম্পূর্ণ লকডাউন, সেই দিনগুলোয় রাজ্যের কোনও ট্রেন চলবে না। বাইরে থেকে কোনও ট্রেনও এ রাজ্যে থামবে না। গোষ্ঠী সংক্রমণ রুখতে লকডাউনে এটিও এক গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে নবান্ন। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে –
- আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস
- হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস
- আপ ও ডাউন হাওড়া-বারবিল স্পেশ্যাল
- শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশ্যাল
- শিয়ালদহ-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস
- হাওড়া-ভুবনেশ্বর স্পেশ্যাল
- যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
- হাওড়া-যশোবন্তপুর স্পেশ্যাল
- বাতিল শালিমার-পাটনা দুরন্ত স্পেশ্যাল এক্সপ্রেস।