খেলা

১০ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

তাসের ঘরের মতো ভেঙে পড়ল ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ইনিংস শেষ হল ১১৪ রানে। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং ছিল দেখার মতো। মুম্বইয়ের বোলিং অ্যাটাকই সম্ভবত এবারের শ্রেষ্ট বোলিং অ্যাটাক। বোল্ট, বুমরা, পান্ডিয়া, চাহার, পোলার্ড, সকলেই যেন একেবারে তৈরি হয়ে নেমেছিলেন আজ। বোল্ট নিলেন চারটি উইকেট। বুমরাহ দুটি। ব্যাট করতে নেমে কোনও চাপই দেখতে পায়নি মুম্বই। একদিকে ঈশান কিষাণ, অন্যদিকে কুইন্টন ডি কক ব্যাট খুলে খেলতে শুরু করেন দু’‌জনেই। বিশেষত ঈশানের ব্যাট থেকে একের পর এক চার, ছয়ের বন্যা দেখা যায়। প্রথম ছ’‌ওভারে বিনা উইকেটে ৫২ রানে তুলে নেয় মুম্বই। ‌এতটা সাদামাটা চেন্নাই সুপার কিংসকে কবে লেগেছে, সেটা বোধহয় হিসাব করেও বলা যাবে না। যেভাবে ঈশান কিষাণ ৫০ রান পূর্ণ করলেন যেভাবে, তাতে মনে হল চেন্নাই অতিসাধারণ একটি দল। ১০ ওভারে বিনা উইকেটে ৯৮ রানে পৌঁছে যায় মুম্বই। হাতে তখন অগাধ সময়, আর সামান্য কয়েকটি রান। ওপেনিং জুটি মুম্বইয়ের জয় মোটামুটি নিশ্চিত করে দেয়। ম্য়াচ জিতে নেয় ১০ উইকেটে।