খেলা

দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবার আইপিএল ট্রফি জিতল মুম্বই ইন্ডিয়ান্স

দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল ২০২০ ট্রফি জিতে নিলো মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে পঞ্চমবার আইপিএল ট্রফি জয় মুম্বইয়ের। শ্রেয়সের দলকে এদিন ১৫৬ রানে বেঁধে রেখে শুরু থেকেই ফাইনালে সুবিধেজনক জায়গায় পৌঁছে যায় মুম্বই। এরপর ব্যাটে অধিনায়কোচিত ইনিংস রোহিত শর্মার। আইপিএলের ২০০ তম ম্যাচ খেলতে নেমে এদিন ৫১ বলে ৬৮ রান হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দেন। এই রানে ভর করেই দিল্লির বিরুদ্ধে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে ১৩ তম আইপিএল ট্রফি জিতে নিল মুম্বই। জয়ের জন্য ১৫৭ রান তাড়া করতে নেমে রোহিত-ডি’কক জুটি প্রথম উইকেট ৪৫ রান যোগ করে। কুন্টন ডি’কক ২০ রানে ফিরে গেলেও রোহিত মুম্বইয়ের জয়ের রাস্তা তৈরি করে দেন। সূর্যকুমার যাদব এদিন ১৯ রান করে রান আউট হলেও মিডল অর্ডারে ঈশান কিশান ১৯ বলে ৩৩ রান করে মুম্বইকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে ১৫৬ রানে পুঁজি নিয়ে ফাইনাল খেলতে নেমে রোহিতের ৬৮ রানের দুরন্ত ইনিংসের সামনে দিল্লির বোলাররা এদিন দাগ কাটতে পারেননি। ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন হিটম্যান। দিল্লির হয়ে আনরিখ নর্কিয়া ২টি ও রাবাদা-স্টোইনিস ১টি করে উইকেট পান। যদিও শুরু থেকে কোনও চাপ তৈরি করতে না পারায় ৮ বল বাকি থাকতে ৫ উইকেট ম্যাচ হেরে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস রানার্স হয়ে আইপিএল অভিযান শেষ করল।