দেশ

মুম্বইয়ে মন্দিরে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার চালক

দুর্ঘটনা বলে দোষ ঢাকার চেষ্টা। শেষমেশ সিসিটিভি ফুটেজেই ধরা পড়ল মুম্বইয়ের ৭৩ বছরের বৃদ্ধার মৃত্যুর আসল কারণ। পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে মন্দিরে যাওয়ার পথে ওই বৃদ্ধাকে একটি বেপরোয়া গাড়ি ধাক্কা দেয়। হাসপাতালে ভর্তি করানোর একদিন পরেই তাঁর মৃত্যু হয়। অথচ ওই গাড়ির চালক জানান, বৃদ্ধা জ্ঞান হারিয়ে তাঁর গাড়ির সামনে পড়ে গিয়েছিলেন। এরপরই তাঁর মেয়েকে ফোন করে অসুস্থতার কথা জানান। হাসপাতালেও নিয়ে যান। হাসপাতালে সময়মতো বৃদ্ধাকে ভর্তি করানোয় গাড়ির চালককে কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা। এই ঘটনার পরেরদিনই বৃদ্ধার মৃত্যু হয়। শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পরেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তখনই জানা যায়, চালকের ত্রুটিতেই গাড়িটি বৃদ্ধাকে ধাক্কা দেয়। তাতেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই বৃদ্ধার ছেলে চালকের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেন। কয়েক ঘণ্টার মধ্যেই ওই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।