কলকাতায় বেড়েছে ডেঙ্গির প্রকোপ ৷ যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পৌরনিগমের আধিকারিকদের ৷ এই পরিস্থিতিতে কলকাতা সহ অন্য পৌরনিগমগুলির সঙ্গে ডেঙ্গির প্রকোপ নিয়ে গতকাল বৈঠক করেন ফিরহাদ হাকিম ৷ আজ তিনি সেচ দপ্তরের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে ৷ উত্তর ২৪ পরগনায় ডেঙ্গির সংক্রমণ সবথেকে বেশি বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ৷ গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে, কলকাতা ও বিভিন্ন জেলাতে ডেঙ্গির প্রকোপ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ কোথাও জল জমলে তা দ্রুত পরিষ্কার করতে হবে ৷ এছাড়া আর কোথায় কোথায় জল জমতে পারে তা চিহ্নিত করতে হবে ৷ ফিরহাদ হাকিম বলেন, “কোথায় কোথায় জল জমার প্রবণতা রয়েছে তার তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে সব পৌরনিগমকে ৷ এছাড়া ডেঙ্গির প্রবণতা রয়েছে যে সমস্ত এলাকায় তার তালিকা তৈরি করে দিতে হবে ৷ কলকাতার চারিদিকে বহু খাল রয়েছে ৷ সেই খালগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হবে ৷”