বিনোদন

প্রয়াত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

প্রয়াত বাংলা গানের সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে- সহ তাবড় তাবড় শিল্পীর গান বেজে উঠেছিল তাঁরই সুরে। বিখ্যাত গান ‘এখনও সারেঙ্গিটা বাজছে’-র সুরকারও তিনিই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিশিষ্ট সুরকার ও গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে  আমি  গভীর শোক প্রকাশ করছি। অভিজিৎবাবু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের ক্ষতি হল। আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের গভীর সমবেদনা জানাচ্ছি।