বিদেশ

হামলা চালিয়ে টেসলার একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, দাবি ইলন মাস্কের

হামলা চালানো হয়েছে টেসলা গাড়ির উপর। লা ভেগাসের সার্ভিস সেন্টারে হামলা চালিয়ে টেসলার একের পর এক গাড়িতে আগুন লাগানো হয়। তার জেরে বিস্ফোরক দাবি করেছেন টেসলার সিইও এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক। তাঁর দাবি, তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। টেসলার গাড়িতে যে ভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেন মাস্ক। একই সঙ্গে মাস্কের দাবি, তাঁর কোম্পানির ক্ষতি করার ষড়যন্ত্র করা হয়েছে। উল্লেখ্য, লা ভেগাসের সার্ভিস সেন্টারে হামলা চালিয়ে একের পর এক টেসলার গাড়িতে আগুন লাগানো হয়। অন্তত পাঁচটি গাড়ি পুড়ে ছাই। আগুন লাগার সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই নিয়ে তদন্ত শুরু করেছে এফবিআই । এই ঘটনাকে সন্ত্রাসবাদের লক্ষণ বলেও মন্তব্য করা হয়েছে। এই নিয়ে মুখ খুলেছেন মাস্ক। ফক্স নিউজ়কে দেওয়া সাক্ষাৎকারে, মাস্ক তাঁর এবং টেসলার প্রতি ক্রমবর্ধমান হিংসা এবং ঘৃণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, মার্কিন সরকারের খরচ কমানো এবং দুর্নীতি বন্ধ করার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি তাঁকে এই বিষয়ক বিভাগের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। মাস্কের দাবি, যখনই এই দুর্নীতি বন্ধের চেষ্টা হয় তখনই প্রতারকরা হতাশ হয়ে পড়েন। তাঁর দাবি, ওই প্রতারকরাই তাঁকে হত্যার ষড়যন্ত্র করেছে। মাস্ক বলেন, ‘আমি প্রতারণা বন্ধ করতে চাইছি। তাই তারা টেসলার ক্ষতি করতে চাইছে। যারা এই কাজ করছে তারা খারাপ মানুষ। আর খারাপ মানুষরা খারাপ জিনিসই করে।’