দেশ

Muzaffarpur Sabarmati Jan Sadharan Express Derail : ফের রেল দুর্ঘটনা, লখনউয়ের ভাওপুর স্টেশনের কাছে লাইনচ্যুত সবরমতী জন সাধারণ এক্সপ্রেস

ফের রেল দুর্ঘটনা। এ বার লাইনচ্যুত মুজফ্ফরপুর-সবরমতী জন সাধারণ এক্সপ্রেস। লখনউ-এর কাছে ভাওপুর স্টেশন ইয়ার্ডের কাছে দূরপাল্লার এই ট্রেন লাইনচ্যুত হয়। শুক্রবার বিকেল সওয়া চারটে নাগাদ এই ঘটনা ঘটেছে। নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ ডিভিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লুপ লাইনে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এক্সপ্রেসের ২টি কোচ- গার্ড ব্রেকভ্যানের কাছ থেকে পঞ্চম ও ষষ্ঠ কামরা লাইনচ্যুত হয়। গোটা ট্রেনের সব যাত্রী ও রেলকর্মী সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন রেল।