নিজের বাড়ি থেকেই উদ্ধার হল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ৷ গতকাল থেকেই নিখোঁজ ছিলেন এই তৃণমূল নেতা৷ এ দিন সকালে বাড়ির ছাদের চিলেকোঠা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ মৃত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের বয়স ৬৫৷ গতকাল সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷ পুলিশে অভিযোগও দায়ের করেন সত্যজিৎবাবুর পরিবারের সদস্যরা৷ যদিও পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধের পর কেউ বাড়ির ছাদে যাননি৷ এ দিন সকালে সত্যজিৎবাবুর ঝুলন্ত দেহ চোখে পড়ে পরিবারের সদস্যদের৷ পুলিশ সূত্রে খবর, সত্যজিৎবাবুর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ সেখানে তিনি এক মহিলার নাম করে তাঁকে ব্ল্যাকমেল করার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন৷ ওই মহিলা বিপুল টাকা চেয়ে তাঁকে চাপ দিতেন বলে ওই সুইসাইড নোটে উল্লেখ করেছেন সত্যজিৎবাবু৷ এই সুইসাইড নোটের লেখা সত্যিই সত্যজিৎবাবুর কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনার খবর পাওয়ার পরই নোয়াপাড়া থানার পুলিশ এসে তৃণমূল নেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ যদিও কী কারণে সত্যজিৎ বাবু এমন চরম সিদ্ধান্ত নিলেন তা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ৷