কলকাতা

লিভ-ইন পার্টনারের অস্বাভাবিক মৃত্যু, নিউটাউনে গ্রেপ্তার তথ্যপ্রযুক্তি কর্মী দেবব্রত

লিভ-ইন-পার্টনারের মৃত্যুর ঘটনায় তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, নিউটাউনের থাকদারি এলাকায় বাড়ি ভাড়া নিতে থাকতেন মালদহের বাসিন্দা দেবব্রত পতি ও ঝাড়খণ্ডের রিচা সিং। সল্টলেকে একটি আইটি সংস্থা চাকরি করতেন দু’জনেই। পুলিশ সূত্রে খবর, মাস ছয়েক ধরে তথ্যপ্রযুক্তি কর্মী দেবব্রত পতির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন রিচা। ১৫ জুলাই তাঁদের মধ্যে তুমুল বচসা হয়। সেই বচসা থেকে একসময়ে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে বচসা, হাতাহাতি হয়। দেবব্রত ধাক্কা মারায় পড়ে গিয়ে আঘাত পান রিচা। শেষপর্যন্ত অচৈতন্য অবস্থায় যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।  খুনের অভিযোগে এফআইআর করেছেন মৃতার দাদা। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ ভোরে অভিযুক্ত লিভ-ইন-পার্টনারকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা দিয়েছে,  রিচার বন্ধুবান্ধব প্রায় নিউটাউনের ভাড়া বাড়িতে আসতেন। সেটা একদম পছন্দ ছিল না দেবব্রতের। এমনকী, রিচা অন্য কারও সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন অভিযুক্ত।  আজ অভিযুক্তকে আদালতে তোলা হবে।