ঈদের আগেই সুখবর সরকারি কর্মীদের জন্য।মোটা টাকা বোনাস ঘোষণা নবান্নের। মঙ্গলবার সরকারিভাবে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা বলা হয়েছে।তবে সকলের জন্য এই বোনাস নয়। এই ভাতা বা বোনাস পেটে গেলে সরকারি কর্মচারীদের বেতন ৩৭ হাজার টাকার নিচে হতে হবে। এ ছাড়াও যে কর্মচারীরা গত ছ’ মাস ধরে নিরবিচ্ছিন্ন ভাবে কর্মরত রয়েছেন, তাঁরাও এই বোনাস পাবেন৷ সবক্ষেত্রেই বোনাসের সর্বোচ্চ পরিমাণ ৪৮০০ টাকাই থাকছে৷ ঈদের আগেই তারা এই ভাতা পাবেন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষ অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত যে সকল কর্মচারীদের বেতন ৩৭ হাজার টাকার কম, তাঁরা এই বোনাসের উপযুক্ত হবেন। সেক্ষেত্রে কর্মচারী পিছু ৪ হাজার ৮০০ টাকা করে বোনাস পাবেন। নির্দেশিকায় স্পষ্টই বলা হয়েছে, স্থায়ী কর্মীদের পাশাপাশি রাজ্য সরকারের ক্যাজুয়াল কর্মীরাও এই বোনাস পাবেন৷ তবে ক্যাজুয়াল কর্মীদের কাজে যোগ দেওয়ার পর অন্তত ১২০ দিন দিন সম্পন্ন হলেই তাঁরা এই বোনাস পাবেন৷ দুর্গা পুজো এবং ইদের আগেই এই বোনাস দেওয়া হবে বলে রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে৷