এবার বুস্টার ডোজ দিতে জোর দিল রাজ্য প্রশাসন। হাতে মাত্র মাস দেড়েক। তারপরই শুরু হয়ে যাবে উৎসবের মরসুম । এই অবস্থায় নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে তা রাজ্যবাসীর জন্য বড় চিন্তার কারণ হতে পারে। আর সে কারণেই রাজ্য প্রশাসন চাইছে দুর্গাপুজোর আগেই রাজ্যে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শেষ করতে। সেই মতই নবান্নের নির্দেশ গিয়েছে স্বাস্থ্য দপ্তরে। নবান্নের নির্দেশ পাওয়ার পর এবার নড়েচড়ে বসল রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে দ্রুত এই টিকাদানের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন। বুস্টারের পাশাপাশি এখনও কোভিডের প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া চলছে।