ভারী বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ। এরইমধ্যে প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করল রাজ্য সরকার। পাঁচ আইএএস অফিসারকে নিয়ে ৮ জনের বিশেষ দল গঠন করে দিল নবান্ন। বিশেষ টিমে রয়েছেন দুই দপ্তরের ৩ জন চিফ ইঞ্জিনিয়ারও। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব দুশান্ত নারীয়ালার নেতৃত্বাধীন এই দলে থাকছেন কৃষিসচিব ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত সচিব পি উলগানাথান, ডাব্লিউবিএসইডিসিএল-এর ডাইরেক্টর (এইচআর) অভিজিৎ লাটুয়া, স্বাস্থ্য দপ্তরের সচিব পদে থাকা শুভাঞ্জন দাস। এছাড়াও থাকবেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উত্তর বঙ্গের দায়িত্বে থাকা চিফ ইঞ্জিনিয়ার এবং সেচ দপ্তরের দুই চিফ ইঞ্জিনিয়ার। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গ যেতে পারে নবান্নের এই বিশেষ দল। উল্লেখ্য বিষেয় হল, আজ সকালে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্তাদের থেকে বিস্তারিত তথ্য তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর নির্দেশেই এই দল গঠন করে দ্রুত উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।


