দেশ

সিকিমে আটকে বাংলার প্রায় ২০০০ পর্যটক, নিখোঁজ ২২ জওয়ান, উদ্ধার ৩টি মৃতদেহ

উত্তর সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি৷ লেক লুনকে জল প্লাবনে চুঙথাং বাঁধে ফাটল৷ বানভাসি সিকিমের একাধিক এলাকা৷ ভেঙেছে কংক্রিটের ব্রিজ৷ ধসে গিয়েছে জাতীয় সড়ক৷ এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তিস্তা ব্যারেজের উপরেও জলের বিপুল চাপ এসেছে পড়েছে৷ যার জেরে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বিকেলে একটি বিবৃতির মাধ্যমে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কথা জানাল নবান্ন৷ বিবৃতিতে জানানো হয়েছে, সিকিমে বর্তমানে আটকে পড়েছেন কমপক্ষে ২০০০ পর্যটক৷ তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁদের অবস্থান ও পরিস্থিতি সংক্রান্ত তথ্য তাঁদের পরিবারকে জানানো হয়েছে৷ পর্যটন দফতরের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম(1800-212-1655 ও +91-9051888171)৷ সূত্রের খবর, সিকিমে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে ৷ নিখোঁজ প্রায় ৪৮ জন৷ তার মধ্যে ২৩ জন সেনাকর্মী৷ নিখোঁজ জওয়ানদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও খোঁজ মিলছে না বাকি ২২ জনের৷ উদ্ধার হওয়া সেনাকর্মীর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে সেনা সূত্রের খবর৷ অন্যদিকে ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।