বিনোদন

মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে নবান্নে শ্রদ্ধার্ঘ্য

সুচিত্রা সেনের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন মন্ত্রী অরূপ রায়। আজ তাঁর জন্মদিন উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সুচিত্রা সেন একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন। তার জন্মগত নাম বাবা মা দিয়েছিলেন রমা দাশগুপ্ত। তিনি বিশেষ করে বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে নিজের জীবনে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন।১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। এমনকি ২০০৫ সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। সেই সময়ে সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান নি তাই তিনি পুরস্কার গ্রহণ করেননি বলে জানা গিয়েছে।