রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার রাজ্যের সদর দফতর নবান্নতে প্রথম মুখ মিলিয়ে হাজিরা শুরু হতে চলেছে । আগেই রাজ্য সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু করেছে। এবার নবান্নের কর্মচারীদের মুখের ছবি দিয়ে বায়োমেট্রিক হাজিরা চালু হতে চলেছে। একদিকে যখন সরকারি কাজকর্মের ক্ষেত্রে অনলাইন বা ই-গভর্নেন্স মাধ্যমে করার উপরে জোর দিচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে আধুনিক পদ্ধতি ফেসিয়াল রিকগনিশন বায়োমেট্রিক এর মাধ্যমে এবার থেকে প্রথম বার নবান্ন হাজিরা শুরু হবে। মনে করা হচ্ছে খুব শীগ্রই এই নতুন পদ্ধতি রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্নে চালু হতে চলেছে। সম্ভবত আগামী ২ মে থেকে শুরু হবে এই আধুনিক পদ্ধতি। ফেস রিকগনিশন বায়োমেট্রিক এর মাধ্যমে চালু হবে হাজিরা বলে নবান্ন সূত্রের খবর।


