পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ মঙ্গলবার উত্তরখণ্ডের রুদ্রপুরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, ‘‘বাংলা এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ৷ ওখানে দুর্নীতি হচ্ছে, রাজনৈতিক শত্রুতা চলছে, হেনস্তা করা হচ্ছে এবং নৈরাজ্য চলছে ৷’’ পাশাপাশি তাঁর দাবি, শরণার্থীদের বাংলায় বিজেপি আশ্রয় দিয়েছে ৷ একইসঙ্গে তিনি এদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গও তোলেন ৷ তিনি জানান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করেছে বিজেপি ৷


