জেলা

নাকাশিপাড়ায় গোপন অস্ত্র কারখানার হদিশ

নদীয়ার নাকাশিপাড়া থানা পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে নাকাশিপাড়া থানার পুলিশ ধনঞ্জয়পুর পঞ্চায়েতের ধাপারিয়া গ্রামে অস্ত্র কারখানার হদিশ পায়। উদ্ধার হয় আটটি আগ্নেয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। এই ঘটনায় আজ ভোর রাতে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করে । এই ঘটনায় নাকাশীপাড়া থানা এলাকার ধাপারিয়া পূর্বপাড়া থেকে মিনারুল মালিতা নামে এক যুবককে আজ ভোর রাতে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। অভিযুক্তকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়। সূত্রে খবর, অভিযুক্তর পুলিশ হেফাজত চাওয়া হবে, কারণ নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ অস্ত্র এবং অস্ত্র কারখানা তৈরীর মূল উদ্দেশ্য জানার জন্য। গোটা রাজ্যে জুড়েই বেআইনি অস্ত্র ও বোমার বিরুদ্ধে প্রতিদিন অভিযান শুরু করেছে পুলিশ। নাকা চেকিং এর পাশাপাশি গ্রামে গ্রামে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে বোমা, বোমা তৈরীর মসলা ও অন্যান্য সরঞ্জাম।