জ্যোতিষ

১ এপ্রিল থেকে সৌভাগ্য বর্ষণ ৩ রাশিতে !

জ্য়োতিষশাস্ত্রমতে বলা হচ্ছে, ধন, বৈভব, ঐশ্বর্য বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য সহ একাধিক বিষয়ের কারক হলেন দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রদেব। এই গ্রহের চালে যখনই পরিবর্তন হয়, তখনই এই সেক্টরগুলিতে কিছুটা ওলট পালট হয়। জাতক জাতিকাদের জীবনেও শুক্রের গোচরের প্রভাব পড়ে। শুক্র, ধন সম্পত্তির কারক, আর তিনিই ১ এপ্রিল নিজের নক্ষত্রের পরিবর্তন করতে চলেছেন। ১ এপ্রিল শুক্র, গোচর করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। গুরুর নক্ষত্রে শুক্রের প্রবেশের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।

শুক্রের রাশি পরিবর্তন অনুকূল হতে চলেছে আপনার রাশিতে। আপনার টাকার দিক থেকে ভালো লাভ হতে চলেছে। নতুন নতুন সূত্র থেকে টাকা আসতে পারে পকেটে। ব্যক্তিগত জীবনে বা পেশাগত জীবনে আপনার ভাগ্যে উন্নতি রয়েছে। কোনও কোনও সূত্র থেকে সাফল্য পেতে পারেন। ব্যক্তিগত জীবনে আপনার নানান সমস্যার সমাধান হতে পারে। এই গোচর আর্থিক দিক থেকে লাভদায়ক হবে। আপনার বহু ইচ্ছার পূরণ হতে পারেন। টাকার সঞ্চয় হতে পারত। 

আপনার ব্যক্তিত্বে এই সময় পরিবর্তন দেখা যাবে। আপনার আত্মবিশ্বাস খুবই ভালো জায়গায় থাকবে। কর্মরতরা নিজের সমস্যা সমাধান করে এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়ীদেরও এই সময় ভালো টাকাকড়ি রোজগার হবে। ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। এই সময় আপনার স্বাস্থ্যও ভালোর দিকে যাবে। সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। আপনি আগের থেকে সম্পর্কগুলির প্রতি যত্নশীল হবেন। 

শুক্র গ্রহের নক্ষত্র পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের লাভের মুখ দেখাতে চলেছে। এই সময় চাকরিরতদের পদোন্নতির যোগ দেখা যেতে পারে। সম্পর্কে সংবেদনশীলতা আসবে। আবেগ বাড়বে। আপনি সম্পর্ক আগের থেকে ভালোর দিকে নিয়ে যেতে পারবেন। এই গোচরের ফলে মানসিক শান্তি আসবে আপনার জীবনে।  কোনও পরিকল্পনার কথা ভেবে থাকলে, তা থেকে লাভ পাবেন। কোনও বাহন বা সম্পত্তি কেনার কথা থাকলে, তা লাভ দিতে পারে।