দেশ

তির-ধনুক শিন্ডেরই, বড় ধাক্কা উদ্ধব শিবিরের

বড় ধাক্কা খেল শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির। শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, শিবসেনা নাম এবং তির-ধনুক প্রতীক ব্যবহার করতে পারবে একনাথ শিন্ডের গোষ্ঠী। তার মানে হল, বালাসাহেব ঠাকরে প্রতিষ্ঠিত শিবসেনার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে গেল বালাসাহেব-পুত্র উদ্ধব ঠাকরের। মহারাষ্ট্রের রাজনীতিতে এটা একটা বড় পরিবর্তন। এ ব্যাপারে উদ্ধবের কোনও প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে উদ্ধব শিবিরের অন্যতম মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, নির্বাচন কমিশন তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমরা আইনি পথে এর মোকাবিলা করব। এদিন কমিশন তার ৭৮ পাতার রায়ে বলেছে, শিবসেনার বর্তমান গঠনতন্ত্র অত্যন্ত অগণতান্ত্রিক। কোনও সাংগঠনিক নির্বাচন ছাড়াই অগণতান্ত্রিকভাবে একটি গোষ্ঠীর লোকেদের নানা পদে নিয়োগ করা হয়েছে। এই ধরনের দলীয় কাঠামো সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের আস্থা অর্জন করতে পারে না। কমিশন আরও বলেছে, শিবসেনার ২০১৮ সালের গঠনতন্ত্র আজ পর্যন্ত তাদের কাছে পেশ করা হয়নি।