দেশ

কুনোয় ফের মৃত্যু নামিবিয়ার চিতা

কুনোর সবথেকে ‘ডেকরেটেড’ চিতা পবনের জলে ডুবে মৃত্যু হলো মঙ্গলবার। মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে থাকা ২৫টি চিতার মধ্যে একমাত্র পবনই মুক্ত জঙ্গলে বিচরণ করছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ একটি নালার পাশ থেকে তার নিথর দেহ উদ্ধার করেন টহলদার বনকর্মীরা। পরে প্রেস বিবৃতিতে জানানো হয়, জলে ডুবে মৃত্যু হয়েছে নামিবিয়ান ওই পুরুষ চিতার। ২০২২-এর ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে যে ৮টি চিতাকে নামিবিয়া থেকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে উড়িয়ে আনা হয়েছিল, পবন তাদের অন্যতম। আনার সময়ে তার নাম ছিল ওবান। কুনোয় চিতা রিইন্ট্রোডাকশনের প্রথম দিকে বনকর্মীদের মধ্যে সবথেকে বেশি সাড়া ফেলেছিল এই ওবান আর নামিবিয়ান মাদি চিতা আশা। পরে যখন সব চিতারই নতুন নামকরণ হয়, তখন ওবানের নাম পাল্টে পবন রাখা হয়। পবন নামের পিছনেও ছিল তার উচ্ছ্বল স্বভাব, দারুণ দৌড়ের ক্ষমতা। হাওয়ার তেজে দৌড়তে পারত সে। বহুবার জঙ্গল এলাকা ছাড়িয়ে লোকালয়ে পৌঁছে গিয়েছে পবন। গত বছরের তীব্র গরম আর তার পরে বর্ষায় ম্যাগট সংক্রমণও কাবু করতে পারেনি পবনকে।