দেশ

‘নমো’ অ্যাপ তথ্য পাচার করে আমেরিকায়! এবার প্রধানমন্ত্রীর অ্যাপ-ও নিষিদ্ধ করার দাবি উঠল

তথ্য পাচার করে এবং ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন করে। এই অভিযোগ তুলেই মঙ্গলবার একটি-দুটি নয় একসঙ্গে ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। কিন্তু এবার একই অভিযোগ উঠল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি মোবাইল ফোন অ্যাপ্লিকেশন, ‘নমো’ অ্যাপ-এর বিরুদ্ধেই। চিনা অ্য়াপগুলির পাশাপাশি প্রধানমন্ত্রীর নামের আদ্যক্ষর নিয়ে গঠিত এই অ্যাপটিও নিষিদ্ধ করা উচিত বলে দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চভন। নমো অ্যাপের বিরুদ্ধে পৃথ্বীরাজ চভন-এর অভিযোগ এই মোবাইল অ্যাপ্লিকেশন ভারতীয়দের গোপনীয়তা লঙ্ঘন করছে। তাঁর দাবি এই অ্যাপে ব্যবহারকারীর অজান্তেই গোপনে সেটিংস পরিবর্তন করা হয়। তারপর ব্যবহারীর সব তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড পার্টি সংস্থাগুলির কাছে পাঠানো হয়ে। এইরকম গুরুতর অভিযোগ করে তিনি অ্যাপটি নিষেদ্ধ করার দাবি জানান।