নারদকাণ্ডে প্রথমে আত্মসমর্পণ এবং তার পরই জামিন পেলেন প্রাক্তন পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় সোমবার বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এই প্রাক্তন পুলিশ কর্তা। জানা গিয়েছে, গত ১ সেপ্টেম্বর নারদ মামলায় প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জার বিরুদ্ধে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট (ইডির পরিভাষায় কমপ্লায়েন্স রিপোর্ট) জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই রিপোর্টের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে বিশেষ আদালত। আগামী ১৬ নভেম্বর আদালতে হাজির থাকতে বলে এই সমন জারি করা হয়। পুলিশ কর্তা মির্জা ও শোভন চট্টোপাধ্যায়ের সমন তাঁদের বাড়িতেই পাঠানো হয়েছিল। অন্যদিকে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্রের সমন বিধানসভার অধ্যক্ষকে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত।