জেলা

‘সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি’, সাফ জানালেন প্রধানমন্ত্রী

হাইভোল্টেজ উত্তরবঙ্গের ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বিজেপির নির্বাচনী সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে বিরোধীদের আক্রমণ করার পাশাপাশি, সভার শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী৷ কিন্তু বিজেপির সভা থেকে কেন মমতাকে ধন্যবাদ জানালেন মোদি? মোদি বললেন, ‘আগের বার, অর্থাৎ ২০১৯ সালেও এই একই মাঠে নির্বাচনের সভা করতে এসেছিলাম৷ তখন এক কাণ্ড হয়েছিল৷ এই মাঠের মাঝখানে একটি বিশাল মঞ্চ বানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি মাঠটাকে ছোট করে দিতে চেয়েছিলেন৷ এ বার তিনি তেমন কিছু করেননি৷ এর ফলে সাধারণ মানুষ এ বার সভায় আসতে পেরেছেন নির্বিঘ্নে৷ সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই৷’ এ দিন সভার শুরুতে মোদি মঞ্চে ওঠার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিক হাতে আঁকা তাঁর ছবি ও একটি উত্তরবঙ্গের দোতারা উপহার দেওয়া হয়৷ সেটি নেড়েচেড়ে দেখেন প্রধানমন্ত্রী৷ তারপর শেষে বক্তব্য রাখার মোদি এটিও উল্লেখ করেন, দেশের উন্নতি করতে পারে একমাত্র একটি শক্তিশালী, স্থায়ী কেন্দ্রীয় সরকার৷ আর সাধারণ মানুষ বুঝে গিয়েছেন, এই স্থায়ী সরকার দিতে পারেন একমাত্র মোদি৷ সেই কারণেই মোদির দিকে তাকিয়ে আছেন দেশের বিভিন্ন মানুষেরা৷’ CAA লাগু হওয়ার পর প্রথম বার বাংলায় এসে নরেন্দ্র মোদি সাফ জানালেন, তৃণমূল ও বামেদের তরফে ভুল বোঝানো হচ্ছে। প্রধানমন্ত্রী কথায়, “সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি।” কী বললেন মোদি? এদিন কোচবিহারের সভা থেকে মোদি বলেন, “সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি। বাংলার সব পরিবারকে আমি বলব, তৃণমূল, বামেরা ভয় দেখাবে। কিন্তু কেউ ভয় পাবেন না। আপনারা ১০ বছর আমার কাজ দেখেছেন। আপনারা মোদির গ্যারান্টিতে নিশ্চিন্তে ভরসা করতে পারেন।”