বিজ্ঞান-প্রযুক্তি বিদেশ

সুনীতাদের ফেরার নতুন দিন ঘোষণা নাসার

১০ দিনের অভিযানে গিয়ে দেখতে দেখতে কেটে গিয়েছে ন’মাস! মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। প্রথমে ঠিক হয়েছিল আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসবেন এই দুই নভশ্চর। কিন্তু সেই পরিকল্পনায় সামান্য রদবদল করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সুনীতাদের পৃথিবীতে ফেরার নতুন সম্ভাব্য তারিখ ঘোষণা করল তারা। এদিকে রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং প্রক্রিয়া সম্পন্ন করেছে স্পেস এক্সের মহাকাশযান। যেটি সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফিরে আসবে। নাসার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সময় মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে (ভারতীয় সময় ১৯ মার্চ ভোর ৩টে ২৭ মিনিটে) ফ্লোরিডা উপকূলের কাছে ওসান স্প্যাশডাউন বা প্যারাশুটে করে সমুদ্রের বুকে নেমে আসবেন সুনীতা ও বুচ। প্রাথমিকভাবে স্থির হয়েছিল ন’মাস মহাকাশে কাটানোর পরে বুধবার পৃথিবীর মাটিতে পা রাখবেন সুনীতা ও তাঁর সঙ্গী। কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখে নির্ঘণ্টে সামান্য বদল করা হয়। দীর্ঘদিন পর পৃথিবীতে ফেরার আগে উচ্ছ্বসিত সুনীতা ও বুচ। তাঁদের একটি ২৫ সেকেন্ডের ভিডিও সমাজমাধ্যম এক্স-এ শেয়ার করেছেন এলন মাস্ক। যেখানে সুনীতা উইলিয়ামসকে মজার ছলে বলতে শোনা যাচ্ছে, ‘অনেক দিন পরে আমরা আবার ফিরে আসছি। সুতরাং আমাকে ছাড়া কোনও প্ল্যান করবেন না।’ এছাড়া মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ জানিয়েছেন এই দুই মহাকাশচারী। গত ৫ জুন বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে চেপে স্পেস স্টেশনে গিয়েছিলেন সুনীতা ও বুচ। ঠিক ছিল, আটদিনের অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে আসবেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। সুনীতাদের পৃথিবীতে ফেরাতে গত শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ  স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় স্পেস এক্সের ক্রু-১০ মহাকাশযান। রবিবার ভারতীয় সময় সকাল ৯টা ৪০ নাগাদ সেটি মহাকাশ স্টেশনে পৌঁছয়। ভিতরে ছিলেন আরও চার নভশ্চর। নাসার অ্যান ম্যাকক্লেন, নিকোল এয়ার্সের সঙ্গে রয়েছেন জাপানের (জাক্সা) তাকুয়া অনিশি ও রাশিয়ার (রসকসমস) কিরিল পেস্কভ। প্রয়োজনীয় পরীক্ষা শেষে এদিন মহাকাশ স্টেশনে প্রবেশ করেন ক্রু-১০ অভিযানের সদস্যরা। চার নভশ্চরকে দেখামাত্র উচ্ছ্বাসে ফেটে পড়েন সুনীতারা।