বিজ্ঞান-প্রযুক্তি

অ্যাপ ডাউনলোডে সতর্ক করল ন্যাশনাল সাইবার সিকিউরিটি

ভারত সহ গোটা বিশ্বে যেভাবে অনলাইন প্রতারণা বাড়ছে, তাতে মানুষকে সাবধান করা জরুরি। এই কারণে বিভিন্ন ন্যাশনাল সাইবার সিকিউরিটি এই মাসে সাইবার সুরক্ষা সচেতনতা ক্যাম্পেইন চালায়। ভারতের কম্পিউটার রেসপন্স এমার্জেন্সি টিম ও এই মাসে স্মার্টফোন, কম্পিউটার ও অন্য যেকোনো মাধ্যম থেকে অনলাইনে যুক্ত মানুষ কে প্রতারণা থেকে কিভাবে বাঁচানো যায় তার টিপস শেয়ার করছে। তারা সম্প্রতি ৬টি উপদেশ মাথায় রাখতে বলেছে অ্যাপ ডাউনলোড করার সময়। আসলে অ্যাপের মাধ্যমে বহুমানুষ এখন প্রতারিত হচ্ছে। ভুয়ো অ্যাপ ডাউনলোড করায় ফোনের তথ্য অনেক সময় চলে যাচ্ছে হ্যাকারের হাতে। আবার কিছু অ্যাপে অ্যাডওয়্যার থাকায় তারা ফোনে প্রচুর বিজ্ঞাপন দেখাচ্ছে এবং মাঝে মাঝেই কোনো গেমের পেড সাবস্ক্রিপশন নিয়ে নিচ্ছে। সেকারণে অ্যাপ ডাউনলোডের সময় আমাদের সতর্ক থাকা দরকার। আসুন জেনে নিই কোনও অ্যাপ ডাউনলোডের সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত –

১) সবসময় অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর ছাড়াও অনেক অ্যাপ স্টোর আছে যদিও সেগুলি সুরক্ষিত নয়।
২) যে অ্যাপ ব্যবহার হয়না সেই অ্যাপ আনইনস্টল করে দেওয়া উচিত। নতুন অ্যাপ ডাউনলোড করার আগেও ভাবা উচিত সত্যি আপনার অ্যাপটি ডাউনলোড করার প্রয়োজন আছে কিনা।
৩) অ্যাপ ডাউনলোড করার সময় তার রিভিউ পড়ে নিন, যাতে অ্যাপটি এবং এর ডেভেলপার সম্পর্কে জানা যায়।
৪) এই সব অ্যাপগুলি কম ডাউনলোড করুন, যেগুলি শপিং ডিসকাউন্ট দেওয়ার কথা বলে।
৫) কোনো ইমেইল বা লিংকে ক্লিক করে কখনো অ্যাপ ডাউনলোড করবেন না।
৬) অ্যাপ ডাউনলোড করার সময় এর পাবলিশ ডেট দেখে নেবেন। ভুয়ো অ্যাপগুলির সবসময় সম্প্রতি লঞ্চ ডেট থাকে। কারণ ভুয়ো অ্যাপ বেশিদিন অ্যাপ স্টোরে থাকে না।