কলকাতা

ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়ল ৭৫০০ বর্গফুটের জাতীয় পতাকায়

ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢাকা পড়ল সাড়ে সাত হাজার বর্গফুটের তেরাঙ্গায়। ৭৫ তম স্বাধীনতা দিবসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যপালের ভাষণে উঠে এল মানবাধিকার ও সন্ত্রাসবাদের কথা। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যপাল কথায় উঠে আসে যে, মানবাধিকার থাকা জরুরি। মানবাধিকার না থাকলে স্বাধীনতা থাকে না। সন্ত্রাসবাদের বিপক্ষে তিনি বলেন, সন্ত্রাস যেকোনো ক্ষেত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করে। মানবাধিকার লঙ্ঘন না হলেই স্বাধীনতার স্বার্থকতা। এদিনের ভাষণে তিনি বারবার সন্ত্রাসের বিরুদ্ধে সওয়াল করেছেন। তিনি বলেন যে, সন্ত্রাসই দেশ ও সমাজকে পিছিয়ে দেয়। তিনি বারবার মনে করিয়ে দেন সর্বত্র মানবাধিকার থাকা প্রয়োজন।