পূর্ব মেদিনীপুরের এগরায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু এবং একাধিক গ্রামবাসীর আহতের ঘটনায় এ বার রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। শুক্রবার রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে তারা। এগরার খাদিকুল গ্রামের ওই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপির কাছে তথ্য চেয়েছে কমিশন। তাদের দাবি, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যে তথ্য মিলেছে, তাতে স্পষ্টতই মানবাধিকার হরণের ঘটনা ঘটেছে। তাই চার সপ্তাহের মধ্যে ওই ঘটনার রিপোর্ট চাইছে তারা।