কলকাতা

নবজোয়ার কর্মসূচি বন্ধ করা যাবে না, অভিষেককে আটকালে আমি যাব: মমতা বন্দ্যোপাধ্যায়

‘নবজোয়ার’ কর্মসূচি বন্ধ করতে চেষ্টা চালাচ্ছে বিজেপি। এমনটাই দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় ভার্চুয়ালি সভায় যোগ দিয়ে তিনি বলেন, এভাবে তর্জন গর্জন করে নবজোয়ার যাত্রা থামানো যাবে না। শুক্রবার তিনি বলেন, ইডি-সিবিআই ভয় পায় তৃণমূলকে। বলেন, অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। এই যাত্রা থামানো যাবে না। এরপরেই বলেন, রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরেই  অভিষেককে ডেকে পাঠানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে। তিনি বলেন, এভাবে অভিষেককে আটকে নবজোয়ারযাত্রা আটোকানো যাবে না। বলেন, ‘ওকে আটকালে নবজোয়ার যাত্রায় আমি যাব’। আরও বলেন, ‘নবজোয়ারকে আমি নবপ্লাবনে পরিণত করব’। তিনি বলেন, ‘বিজেপির কথায় মাথা নত করব না’। তৃণমূল সুপ্রিম বলেন, তৃণমূলের পরিবার মানে জনগণের পরিবার। তাঁর দাবি, তৃণমূলের সঙ্গে মানুষের রক্তের সম্পর্ক। বলেন, আগে মানুষ রাতে বেরোতে ভয় পেত। বলেন, বাম আমলের অত্যাচার তিনি দেখেছেন। দাবি, রাজ্যে শান্তি ফিরিয়ে এনেছে তৃণমূল। পাত্রসায়রের সভা থেকে তিনি বলেন, বিজেপিকে দেশ ছাড়া না করা পর্যন্ত লড়াই চলবে। চলবে নবজোয়ার যাত্রা।