দেশ

দিনে আধ ঘণ্টা করে টিভি চ্যানেলগুলিকে দেশাত্মবোধক কন্টেন্ট দেখানো বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা কেন্দ্রের

টিভিতে দিনে অন্তত আধ ঘণ্টা জাতীয়তাবাদী  অনুষ্ঠান দেখানো বাধ্যতামূলক। টেলিভিশন চ্যানেলগুলির জন্য এমনটাই গাইডলাইন দিল কেন্দ্র। টেলিভিশন চ্যানেলের আপলিংকিং এবং ডাউনলিংকিং সম্পর্কিত নয়া গাইডলাইন প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক । সেখানে বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলি যে ‘এয়ারওয়েভ’ ব্যবহার করে তা জাতীয় সম্পত্তি, তাই সেটা এমনভাবে ব্যবহার করা উচিত যাতে দেশের কাজে লাগে। বুধবার থেকেই সেই গাইডলাইন কার্যকর হয়েছে। যদিও ‘জাতীয়তাবাদী’ অনুষ্ঠান চালানোর নির্দেশ এখনই কার্যকর হচ্ছে না। এই ধরনের অনুষ্ঠান তৈরির জন্য টিভি চ্যানেলগুলিকে সময় দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র বলেছেন, ‘সবার সঙ্গে আলোচনা করেই এ নিয়ে নির্দেশিকা জারি হবে। কোন সময়ে ওই বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করতে হবে, সেটাও ঠিক করে দেবে মন্ত্রক।‘এই জাতীয়তাবাদী অনুষ্ঠানের মধ্যে কী কী পড়ে তাও চ্যানেলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, শিক্ষা ও শিক্ষার প্রসার, কৃষি এবং গ্রামোন্নয়ন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, বিজ্ঞান এবং প্রযুক্তি, নারী কল্যাণ, পরিবেশ এবং সাংস্কৃতিক হেরিটেজ রক্ষা, জাতীয় সংহতি এবং অনগ্রসরদের কল্যাণ নিয়ে এই আধ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা যেতে পারে। কেন্দ্র নিয়মিত সব চ্যানেলের উপর নজরদারি চালাবে। কেউ এই নিয়ম না মানলে তাকে জবাবদিহি করতে হবে।