দেশ

মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগেই বিজেপি ছেড়ে শরদ পওয়ারের এনসিপিতে যোগ দিলেন বিধায়ক

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়ছে বিজেপি বিরোধী মহাবিকাশ আঘাড়ি জোটের । এবার বিজেপি বিধায়ক সন্দীপ নায়েক শরদ পওয়ারের এনসিপিতে যোগ দিলেন। এনসিপির মহারাষ্ট্র সভাপতি জয়ন্ত পাতিলের কাছে তিনি যোগদান করেন। সন্দীপ বেলাপুর থেকে ভোটে লড়বেন। সন্দীপ নায়েক নবি মুম্বই জেলার বিজেপির সভাপতি ছিলেন। তিনি দুবারের বিধায়ক। তবে ঘটনাচক্রে সন্দীপের বাবা প্রাক্তন মন্ত্রী গণেশ নায়েক আয়রোলি থেকে বিজেপির টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২০ নভেম্বর ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। এদিকে, মহারাষ্ট্রে বিধানসভা ভোট (২০ নভেম্বর) এগিয়ে আসছে। তারই মধ্যে  মহাবিকাশ আঘাড়ি জোটে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল। সূত্রের খবর, কংগ্রেস ১১০, উদ্ধব ঠাকরের শিবসেনা ৯০, শরদ পওয়ারের এনসিপি ৭৫টি আসনে প্রার্থী দিচ্ছে। আজ, মঙ্গলবার মুম্বইয়ে উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার, কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা ও জোটের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর এই বিষয়ে ঘোষণা হতে পারে।