দেশ

দেড় মাস আগে জেল থেকে মুক্তি পাচ্ছেন নভজোত সিং সিধু

অবসরপ্রাপ্ত ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজোত সিং সিধু  শনিবার জেল থেকে মুক্তি পাবেন। সুপ্রিম কোর্ট ঘোষিত সাজার মেয়াদ অনুযায়ী তাঁর ১৬ মে পর্যন্ত জেলে থাকার কথা থাকলেও দেড় মাস আগেই পাতিয়ালার সেন্ট্রাল জেল থেকে মুক্তি পাচ্ছেন তিনি। বিভিন্ন মহল থেকে আর্জি জানানো সত্ত্বেও সিধুকে আগাম মুক্তি দেয়নি পঞ্জাবের আপ সরকার। তবে সিধুর স্বভাব, আচরণের জন্য প্রতিমাসে তাঁর সাজার মেয়াদ পাঁচদিন করে কমেছে। কারাগারের নিয়ম অনুযায়ী, মাদক মামলায় বন্দি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা বাদে বাকি বন্দিদের আচার আচরণ মূল্যায়ন করে সাজার মেয়াদ কমিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, সিধুর বদরাগের কারণেই সুপ্রিম কোর্ট তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল। জানা গিয়েছে, গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে সিধুর সঙ্গে এক প্রবীণর গণ্ডগোল বাধে। সিধু তাঁকে জোরে ধাক্কা দেন, ঘুষি মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে পাতিয়ালা জেলে আত্মসমর্পণ করেন সিধু।