ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুরে পামেদ থানা এলাকা থেকে তিন মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতরা চিন্তাভাগু ক্যাম্পে হামলায় জড়িত বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে এক মাওবাদীর উপর এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল । গ্রেফতার হওয়া মাওবাদী 25 বছর বয়সি রামবাবু পুনেম ডিএকেএমএস’র সভাপতি । তার উপর পুরস্কার ছিল এক লাখ টাকা । 35 বছর বয়সি লাখমা মাদকামি মিলিশিয়া ডেপুটি কমান্ডার এবং 37 বছর বয়সি হাদমা মাদভি মিলিশিয়া কমান্ডার । ধৃত মাওবাদীরা চিন্তাভাগু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ক্যাম্পে হামলায় জড়িত। এছাড়াও, তারা চলতি বছরের 7 অগস্ট বাদশানপালের এক গ্রামবাসীকে অপহরণ, খুন ও ডাকাতির ঘটনায়ও জড়িত । পামেদ থানায় ধৃত তিন মাওবাদীদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে । আদালতে তোলা হলে বিচারক তিনজনকে জেল হেফাজতে পাঠিয়েছেন ।