দেশ

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চেয়ে দ্রৌপদী মুর্মুকে চিঠি জাতীয় মহিলা কমিশনের

 সন্দেশখালি কাণ্ডে রাষ্ট্রপতি শাসনের দাবি ৷ সন্দেশখালি থেকেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছিলেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ৷ এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ফের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আবেদন করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ৷ এর আগে জাতীয় আদিবাসী কমিশন, এসসি-এসটি কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের দলও সন্দেশখালি পরিদর্শনের পর রাষ্ট্রপতি শাসনের আবেদন করেছিলেন ৷ সংবাদ সংস্থা পিটিআই’কে রেখা শর্মা জানান, সন্দেশখালির পরিস্থিতি এখনও ভয়াবহ ৷ তবে শুধু সন্দেশখালিই নয়, রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে ৷ রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি ৷ ফলে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হয়ে পড়েছে ৷ মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই বিষয়ে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে ৷ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, ‘‘ঘটনার যাবতীয় তথ্য রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছে ৷ রাষ্ট্রপতি মুর্মু জানিয়েছেন, তিনি সন্দেশখালির ঘটনায় অবহিত রয়েছেন ৷ সন্দেশখালির পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন ৷’’