জেলা

ডোমজুড় পর্ন-কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবি, ৩ দিনের মধ্যে রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন

ডোমজুড় পর্ন-কাণ্ডে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন ৷ একইসঙ্গে তিন দিনের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে বলা হয়েছে ৷ পর্ন-কাণ্ডে মূল অভিযুক্ত শ্বেতা খান ও তাঁর ছেলের এখনও খোঁজ মেলেনি ৷ মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে-“এই বর্বর ও পশুসুলভ আচরণ কোনও সভ্য সমাজে সহ্য করা যায় না। আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি ।” জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি (DGP) রাজীব কুমারকে চিঠি দিয়ে দিয়েছেন ৷ চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় উপযুক্ত ধারায় দ্রুত মামলা রুজু করে গ্রেফতার করতে হবে বলেও জানানো হয়েছে ৷ পাশাপাশি নির্যাতিতাকে অবিলম্বে বিনামূল্যে চিকিৎসা ও মানসিক পরামর্শ পরিষেবা দিতে হবে । এই ঘটনায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’তিন দিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে। এদিকে, নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাগর দত্ত হাসপাতালের সার্জিকাল ওয়ার্ড থেকে আইসিসিইউ-তে স্থানান্তর করানো হয়েছে।উল্লেখ্য, হাওড়ার বাঁকড়ায় পর্নোগ্রাফি এবং ডান্স বারে কাজ করতে অস্বীকার করায় ছ’মাস ধরে আটকে রেখে ওই তরুণীর উপর নৃশংসভাবে অত্যাচার করা হয় বলে অভিযোগ ৷