জেলা

ধেয়ে আসছে দানা, ৭ জেলায় মোতায়েন এনডিআরএফ, নাবন্নে চালু বিশেষ কন্ট্রোল রুম

সুরক্ষার কথা ভেবে আগেভাগেই সাত জেলায় এনডিআরএফ’র ৯টি ও এসডিআরএফ’র ১৩টি দল মোতায়েন করা হয়েছে। তিন কোম্পানি এনডিআরএফ ও ৪ কোম্পানি এসডিআরএফ মোতায়েন হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনায় দুই কোম্পানি এনডিআরএফ ও এক কোম্পানি এসডিআরএফ। পূর্ব মেদিনীপুরে তিন কোম্পানি এনডিআরএফ এবং দুই কোম্পিানি এসডিআরএফ। পশ্চিম মেদিনীপুরে এক কোম্পানি এনডিআরএফ ও দুই কোম্পানি এসডিআরএফ। ঝাড়গ্রামে এক কোম্পানি এসডিআরএফ। হাওড়ায় দুই কোম্পানি এসডিআরএফ। হুগলিতে এক কোম্পানি এসডিআরএফ মোতায়েন করা হয়েছে। নাবন্নে চালু হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ১০৭০ এবং ০৩৩ ২২১৪ ৩৫২৬ নম্বরে ফোন করলেই যোগাযোগ করা যাবে রাজ্যের সদর দপ্তরে। আলাদা করে কন্ট্রোল রুম চালু করেছে রাজ্যপূর্ত (০৩৩-২২১৪১৮৫৮ ও ০৩৩-২২১৪১৮৫৫) এবং জলস্বাস্থ্য কারিগরি দপ্তর (০৩৩-২৯৫২০১৬১)।