খেলা

দেশের হয়ে পদক জয়ী কুস্তিগীরদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়ায় ঘটনায় তীব্র নিন্দা করলেন নীরজ চোপড়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন রবিবার। আর এমনই এক বিশেষ দিনে নতুন সংসদ ভবনের বাইরের যে ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেটা দেখে শিউরে উঠেছেন অনেকেই। মানতে পারছেন না দেশের ক্রীড়াপ্রেমীরা। এদিন যৌন হেনস্থায় অভিযুক্ত সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবিতে কুস্তিগীররা, যন্তরমন্তর থেকে নতুন সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দিল্লি পুলিস তাঁদের আটক করে। ব্যারিকেড দিয়ে পথ রুখে দেয়।  আর সেটাই মেনে নিতে পারছেন না গত টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। একেবারে আগুনে টুইট করলেন নীরজ। এই ঘটনার নিন্দা করলেন নীরজ। সংক্ষিপ্ত টুইটে নিজের মনোভাব ব্যক্ত করেছেন তিনি। সাক্ষী, বজরং, ভিনেশদের আটকের ভিডিও পোস্ট করে নীরজ লেখেন, ‘এটা দেখে মন খারাপ হল। পরিস্থিতি অন্যভাবেও সামলানো যেত।’ এদিকে কড়া পুলিশি পদক্ষেপের পরেও সাক্ষী মালিক জানিয়ে দিয়েছেন, “আন্দোলন থামছে না। যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ চলবে।”