দেশের প্রতিবাদরত কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন জ্য়াভলিনে সোনার ছেলে নীরজ চোপড়া । আইওসি সভাপতি পিটি ঊষার উল্টো সুর নীরজের গলায়। অ্যাথলিটক্সে ভারতের প্রথম অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বোঝালেন এই ইস্যুতে তিনি বজরঙ পুনিয়া, সাক্ষী মালিকদের পাশেই আছেন। দেশের মহতারকা ক্রিকেটার, ক্রীড়াবিদরা এই ইস্যুতে চুপ থাকলেও হরিয়ানার সোনা জয়ী অ্যাথলিট নীরজ কিন্তু মুখ খুললেন। সোশ্যাল মিডিয়ায় নীরজ লিখলেন, আমাদের দেশের অ্যাথলিটরা ন্যায়ের দাবিতে রাস্তায় নামতে হয়েছে, এটা দেখে আমি আঘাত পেয়েছি। তাঁরা কঠোর পরিশ্রম করে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেছেন এবং আমাদের গর্বিত করেছেন। দেশে হিসেবে আমাদের কর্তব্য প্রতিটি মানুষ, অ্যাথলিট বা অন্য যে কারও সততা ও সম্মান সুরক্ষিত করা। যেটা হচ্ছে সেটা কখনই হওয়া উচিত হয়নি। এটা স্পর্শকাতর ইস্যু, এবং অবশ্য সেটা নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে খতিয়ে দেখা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্য ন্যায়দান নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।” উল্লেখ্য, দিল্লির যন্তর-মন্তরের সামনে ভারতীয় কুস্তিগীররা আন্দোলনে সামিল। তাঁদের দাবি, অল ইন্ডিয়া কুস্তি ফেডারশেনর প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং- মহিলা কুস্তিগীরদের শারীরিক নির্যাতন করেন। সেই অভিযোগে তাঁরা দিল্লি পুলিশের কাছে এএফআইআর করতে গেলে পুলিশ তা নিতে রাজি হয়নি। অবিলম্বে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থও হয়েছেন আন্দোলনরত কুস্তিগিররা। এবার এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মত ব্যক্ত করলেন অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলার নীরজ চোপড়া। নীরজ দাবি করেছেন এই বিষয়টি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া হোক।