দেশ

‘ন নর হ্যায় না হি হ্যায় ইয়ে নারী, কেবল হ্যায় ইয়ে ফ্যাশন কা পূজারী!’ মোদিকে কটাক্ষ তৃণমূলের কীর্তি আজাদের

ন নর হ্যায় না হি হ্যায় ইয়ে নারী, কেবল হ্যায় ইয়ে ফ্যাশন কা পূজারী

তৃণমূল নেতা কীর্তি আজাদ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাক নিয়ে অত্যন্ত লঘুরসের উপহাস করলেন। মোদি মেঘালয়ে (Meghalaya) গিয়ে সেখানকার স্থানীয় পোশাক পরাকে কেন্দ্র করে একটি ছবি পোস্ট করেছেন আজাদ। যা নিয়ে বিজেপি শিবির তেলেবেগুনে জ্বলে উঠেছে। সম্প্রতি মেঘালয়ে সফরে গিয়ে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে মোদি পরম্পরাগত আদিবাসী উপজাতি খাসিদের পোশাক পরেছিলেন। যা নিয়ে উপহাস করেছেন কীর্তি। তৃণমূল নেতা টুইটে মোদির ওই পোশাক পরা একটি ছবি দিয়ে পাশে ওয়েবসাইট থেকে একটি তরুণীর একই ধরনের পোশাক পরা ছবি পোস্ট করেছেন। দুটি পোশাকে একই রংচংয়ে ফুলের এমব্রয়ডারি করা কাজ রয়েছে। এখানেই শেষ নয়, পোস্টে বিদ্রুপজনক মন্তব্য লিখেছেন আজাদ। হিন্দিতে তিনি লিখেছেন, ন নর হ্যায় ন হি হ্যায় ইয়ে নারী, কেবল হ্যায় ইয়ে ফ্যাশন কা পূজারী। ইংরেজিতে স্লোগানের আকারে লাল তির চিহ্ন দিয়ে লেখা, লাইক ইট? বাই হিয়ার।