দেশ

নেপাল ভূমিকম্প, রিখটার স্কেলে ৫.৪

আজ ভোর ৫টা ৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হল নেপালে। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের রিখটার স্কেলে ৫.৪ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়েছে । যদিও, ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত জানা যায়নি। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে জানানো হয়েছে, এদিন ভোরে পূর্ব নেপালে ভূমিকম্প হয়েছে। ভোর ৫টা ৪ মিনিট ৭ সেকেন্ডে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০ কিলোমিটার পূর্বে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উপকেন্দ্রের নাম রামচে। কম্পনের মাত্রা ছিল ৫.৪।