জেলা

প্রাক্তন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস করে গ্রেফতার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর ভাইপো অরিন্দম ঘোষ। অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর প্রাক্তন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত আপলোড করেছেন ফেসবুকে। আর তারপরেই গ্রেফতার হয়েছেন দিলীপের ভাইপো। শনিবার ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার কুলিয়ানা গ্রামের বাসিন্দা এক তরুণী অভিযোগ জানিয়েছিলেন ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায়। এরপরে আইটি আইনের ধারায় মামলা রুজু হয় অরিন্দমের নামে। তরুণীর অভিযোগ, অরিন্দমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও তা ভেঙে গিয়েছিল। এরপরেই ফেক অ্যাকাউন্ট খুলে অরিন্দম ভাইরাল করেন অন্তরঙ্গ মুহূর্তের ছবি। ফেসবুক ছাড়াও ওই সমস্ত ছবি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হয় বলে অভিযোগ। যদিও অভিযুক্তের আইনজীবীর দাবি, ‘মিথ্যে অভিযোগ’। এই প্রসঙ্গে ডিএসপি ডি অ্যান্ড টি সব্যসাচী ঘোষ বলেন, অভিযোগের ভিত্তিতে অরিন্দমকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, অরিন্দমের বাবা হীরক ঘোষ। দিলীপ ঘোষের এই ভাই ছিলেন গোপীবল্লভপুরে বিজেপির মণ্ডল সভাপতি। তবে এখন তিনি কোনও পদে নেই।