কলকাতা

বিজেপি ছাড়লেন নেতাজির নাতি চন্দ্র বসু

বিজেপি ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডাকে একটি চিঠি লিখে দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন তিনি৷ তাঁর কথায়, বিজেপি যে রাজনীতি করে, তার সঙ্গে তাঁর আদর্শগত ফারাক রয়েছে৷ এছাড়া, পশ্চিমবঙ্গের উন্নয়নে একাধিক বিষয়ে কেন্দ্র তথা রাজ্য নেতৃত্বকে একাধিক প্রস্তাব পাঠালেও তাতে তাঁর দল তেমন আমল করেনি বলেই আক্ষেপ তাঁর৷ এদিন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্র বসু বলেছেন, ‘‘শরৎচন্দ্র বসু, আমার ঠাকুরদা এবং তাঁর ছোট ভাই নেতাজি সুভাষচন্দ্র বসু৷ এই ‘বোস ব্রাদার্স’দের আদর্শই আমার আদর্শ৷ ওঁরা শিখিয়েছেন সব ধর্মের মানুষকে এক করে ভারতীয় করে তোলা৷ বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ওঁরা লড়াই করেছিলেন৷’’ শুধু মতাদর্শগত পার্থক্যই নয়, চন্দ্র বসুর গলায় আরও একাধিক বিষয়ে আক্ষেপ ঝরে পড়েছে এদিন৷ নাড্ডাকে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘মোদিজির নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই ২০১৬ সালে বিজেপি-তে যোগদান করেছিলাম… তখন তো বটেই, এমনকি এখনও আমি চেয়েছিলাম বিজেপির মাধ্যমে শরৎচন্দ্র বসু ও সুভাষচন্দ্র বসুর আদর্শ সারা দেশে ছড়িয়ে পড়ুক৷ তখন ঠিক হয়েছিল বিজেপির সাংগঠনিক কাঠামোর মধ্যেই আজাদ হিন্দ মোর্চা তৈরি হবে, যার মাধ্যমে ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয়ের মধ্যে নেতাজির আদর্শ প্রচার করা হবে৷’