দেশ

ফিরল করোনা আতঙ্ক! এবার ৩ ভারতীয়ের শরীরে মিলল চিনের ‘মারণ’ ওমিক্রণের সাব ভ্যারিয়ান্ট বিএফ.৭

চিনে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে আতঙ্ক সৃষ্টি হচ্ছিল, তখনই ভারতে ঢুকে পড়ল নয়া কোভিড ভ্যারিয়ান্ট। ভারতে হদিশ মিলল অতি সংক্রামক ওমিক্রণের সাব ভ্যারিয়ান্ট বিএফ.৭ (BF.7)-এর। জানা গিয়েছে, তিনজনের শরীরে এই নয়া প্রজাতির করোনা পাওয়া গিয়েছে। চলতি বছরের অক্টোবর মাসেই দেশে ঢুকে পড়েছিল এই নয়া প্রজাতির করোনা। আবার কিছু বিশেষজ্ঞ দাবি করছেন সেপ্টেম্বর মাসে প্রথম ওমিক্রনের নয়া এক ভ্যারিয়ান্ট প্রবেশ করেছিল ভারতে। গত বছর অক্টোবর মাসে ওডিশাতে প্রথম এই নয়া প্রজাতির ভাইরাসের হদিশ মেলে। এক ব্যক্তির শরীরে একাধিক উপসর্গ দেখে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে। ওই ব্যক্তির নমুনা রিপোর্ট পজিটিভ আসে। দেখা যায় ওডিশার বাসিন্দা বিএফ.৭ ভ্যারিয়ান্টে আক্রান্ত। ভ্যাকসিন নিলেও রেহাই নেই। ওমিক্রণের সাব ভ্যারিয়ান্ট বিএফ.৭ এর ক্ষমতা এতটাই যে যেকোনও লোককে এটি সংক্রমিত করে ফেলে। বিশেষজ্ঞরা বলছেন চিনে যাদের একবার করোনা হয়েছিল তাদের অনেকের মধ্যেই এখন রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাদেরই বেশি নিশান করেছে বিএফ.৭। ওমিক্রণের BA.2 এবং BA.5 সাব ভ্যারিয়ান্ট অত্যন্ত সংক্রমক। এর থেকে আরও সাব ভ্যারিয়ান্ট বেরিয়ে আসছে।