দেশ

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮

রাত সাড়ে আটটা নাগাদ বারাণসীগামী শিবগঙ্গা এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গে ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্য়ে। তখনই ভিড়ের চাপে শুরু হয় ধাক্কাধাক্কি ৷ তার মধ্যেই পড়ে যান কিছু পুণ্যার্থী, যাত্রী ৷ লোক নায়ক হাসপাতাল প্রশাসন ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং ৩ শিশুও রয়েছে ৷ রেল কর্তাদের মতে, রবিবার ছুটির দিন হওয়ায়, শনিবার প্রচুর সংখ্যক মানুষ প্রয়াগরাজে যাওয়ার জন্য জড়ো হয়েছিলেন নয়াদিল্লি স্টেশনে। শনিবারও প্রচুর জেনারেল টিকিট বিক্রি হয়েছে। ফলে অতিরিক্ত ভিড়ের চাপ ছিল নয়াদিল্লি স্টেশনে ৷ ইতিমধ্যেই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার নয়াদিল্লি স্টেশনে পৌঁছেছেন এবং বিষয়টির উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়া পুণ্যার্থীদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। কেন্দ্রীয় সরকার বা উত্তরপ্রদেশ সরকার কেউই মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়। প্রয়াগরাজে কোনও ব্যবস্থা নেই, দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত ভক্তদের জন্য কোনও সুনির্দিষ্ট যান চলাচলের ব্যবস্থাও করা হয়নি। আমি রেলকে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব জনগণকে সাহায্য করার জন্য।” রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নয়াদিল্লি রেলস্টেশনের পরিস্থিতি নিয়ন্ত্রণে। দিল্লি পুলিশ এবং আরপিএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানো হচ্ছে।”

https://twitter.com/AtishiAAP/status/1890822958186414198