ভাইরাল

ইংরেজি জানেন না দেশের নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী! পুরোন টুইট তুলে মনসুখ মান্ডব্যকে ট্রোল নেটদুনিয়ায়

ডঃ হর্ষ বর্ধনের ইস্তফার পরে নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন মনসুখ মান্ডব্য। কিন্তু দায়িত্ব নিতে না নিতেই ট্রোলড হতে হল গুজরাতের সাংসদ মনসুখ মান্ডব্যকে। সৌজন্য পুরনো টুইট। এর মধ্যে অন্যতম মহাত্মা গান্ধীকে নিয়ে করা একটি পোস্ট। পুরনো সেই সব পোস্টকে কেন্দ্র করে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন তিনি।কী ছিল মহাত্মা গান্ধীকে নিয়ে টুইটে? সেখানে তিনি লিখেছিলেন, ‘‘মহাত্মা গান্ধী ওয়াজ আওয়ার নেশন অফ ফাদার।’’ এই ভুল ইংরেজিতে লেখা টুইটকে কেন্দ্র করে এক নেটিজেন খোঁচা মেরেন। আরও নানা কটাক্ষ করতে দেখা যায় নেটিজেনদের। আরেকটি টুইটে রাহুল গান্ধীকে মহাত্মা গান্ধীর প্রপৌত্র বলে উল্লেখ করার পাশাপাশি ভুল ইংরেজিতে তাঁকে আক্রমণ করতে দেখা গিয়েছে মনসুখকে। এই ধরনের সমালোচনার পালটা সমালোচনাও করেছেন বহু নেটিজেন। তাঁদের মতে, কেবল ইংরেজিতে ততটা দক্ষতা না দেখাতে পারা কিংবা ভুল ইংরেজি লেখার কারণে কাউকে ব্যাঙ্গ করা উচিত নয়। বরং মনসুখ মান্ডব্যর কাজ কিংবা তাঁর মন্ত্রকের কোনও ভুল থাকলে সেটার সমালোচনা করাই শ্রেয়।