কলকাতা

রাজ্যসভায় জয়ী তৃণমূলের চার সাংসদ

রাজ্যের থেকে রাজ্যসভায় নির্বাচিত হলেন তৃণমূলে চার সাংসদ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন নাদিমুল হক, মমতাবালা ঠাকুর, সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ৷ এ দিনই একমাত্র আসন থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন শমীক ভট্টাচার্য৷ এ দিন বিধানসভায় জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হল৷ আর সেই পর্ব মিটতেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন সাগরিকা থেকে মমতাবালা, সকলেই৷ মমতাবালা ঠাকুর বলেন, ‘ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে। এক সপ্তাহ ধরে আধার কার্ড বাতিল করছেন। আমরা কয়েকদিনের মধ্যেই অবস্থান-বিক্ষোভে বসব। এই ঘুর পথে এনআরসির প্রতিবাদ করব।’ সুস্মিতা দেবও কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে বলেন, ‘রেখা শর্মা টুরিস্টের মতো পশ্চিমবঙ্গে এসেছেন। মণিপুর গিয়েছিলেন তিন মাস পরে। ওঁর সম্বন্ধে কথা বলে সময় নষ্ট করার কোনও মানে হয় না। যে ভাবে ভারতীয় জনতা পার্টির নেতা একজন অফিসারকে খালিস্তানি বলছেন, তার থেকে পরিষ্কার তাঁরা মানুষে-মানুষে যে বিভাজন চাইছে।’ এদিন সাগরিকা বললেন, ‘‘ভারতবর্ষের গণতন্ত্র নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী মণিপুরে যাওয়ার সময় পাচ্ছেন না। ওঁর রাজনৈতিক পরিচয় আমরা সকলে জানি। ভারতীয় জনতা পার্টি পাপেট হয়ে কাজ করছেন রেখা শর্মা।’