জেলা

শিলিগুড়িতে জিএসটি আধিকারিক পরিচয়ে তোলাবাজির অভিযোগে পুলিশের জালে ৩

জিএসটি আধিকারিক, সরকারি আধিকারিক পরিচয় দিয়ে শিলিগুড়িতে চলছিল তোলাবাজি। খবর পেয়েই ৩ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযোগ, গত কয়েকদিন ধরেই শিলিগুড়িতে নিজেদের সরকারি আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজি চালাচ্ছিল ৩ জন। মঙ্গলবার খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির কাছে অভিযান চালিয়ে ওই ৩ জনকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে ধৃতদের নাম পার্থ ঘোষ, রূপেশ তিরকি ও শুভজিৎ ঘোষ। তিনজনই শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রে খবর, গাড়িতে সরকারি বোর্ড লাগিয়ে তিন যুবক তোলাবাজি করছিল। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় গাড়ির মধ্যে সরকারি বোর্ডগুলি লাগিয়ে ঘুরত তিনজন। এদিন পুলিশ তিনজনকে গ্রেফতারের পাশাপাশি একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে। গাড়ি থেকে একটি সরকারি বোর্ড পেয়েছে পুলিশ। সেই বোর্ডে লেখা ছিল ‘অন গভমেন্ট ডিউটি, ব্যুরো অফ ইনভেস্টিগেশন, নর্থ বেঙ্গল’। এরপরই পুলিশ ওই ৩ জনকে গ্রেফতার করে। ধৃতদের গ্রেফতারের পর এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়। সূত্রে জানা গিয়েছে, ধৃত ৩ জন বহুদিন ধরেই তোলাবাজি চালিয়ে আসছিল। এদিন শিলিগুড়ির ফুলবাড়ি থেকে তাদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু হয়।