কলকাতা

নিউটাউনে হিডকোর জমি বিক্রির নামে কোটি টাকার প্রতারণা, ধৃত মূল পাণ্ডা

 নিউটাউনের হিডকোতে জমি বিক্রির নামে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি৷ এবার সেই ঘটনায় পুলিশের জালে এক মহিলা৷  তাঁকে গ্রেফতার করল বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ৷ জয়শ্রী ব্যানার্জি বিশ্বাস নামে এক মহিলাকে দমদম এলাকা থেকে গ্রেফতার করে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ। অভিযোগ একাধিক ব্যক্তিকে হিডকোর ভুয়ো জমি দেখিয়ে টাকা নিত সে৷ পুলিশের অভিযোগ এই মহিলা একটি প্রতারণা চক্র চালাত৷ প্রতারণা মামলায় এর আগে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ দুজনকে গ্রেফতার করে৷ তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেই অন্যতম পান্ডা এই জয়শ্রী ব্যানার্জির খোঁজ পায় পুলিশ। তদন্ত নেমে জানতে পারে, হিডকোর সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে কয়েক কোটি টাকা প্রতারণা হাতিয়েছে এই দল৷ অভিযুক্তকে আজ বারাসাত আদালতে পেশ করা হবে৷ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।