মুহূর্তে আনন্দ পরিণত হল বিষাদে। গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, তাতে মৃত্যু হয়েছে নব দম্পতি সহ ৫ জনের। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে। পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান সেরে শিবরিনারায়ণ থেকে ফেরার পথে মুলমুলা থানার পাকরিয়া ঝুলন গ্রামের কাছে ভোরবেলা এই দুর্ঘটনা ঘটেছে। বলোদা গ্রামের শুভম সোনির শনিবার রাতে বিয়ে হয় শিবরিনারায়ণ গ্রামে। বিয়ের অনুষ্ঠান সেরে ভোরবেলা নবদম্পতি এবং ৩ আত্মীয় বলোদা ফেরার পথে গাড়ির সঙ্গে ধাক্কা হয় ট্রাকের। কনে সহ বাকি তিন আত্মীয়ের মৃত্যু হয় ঘটনাস্থলেই। শুভমকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়, দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।